শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৪৪

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইায়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. নুরুল হুদার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের  সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম নামে এক নারী মারা গেছেন। মিরসরাইয়ের বারইয়ারহাট লেভেল ক্রসিং থেকে সামান্য দূরে একটি স্থানে এ ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আসার আগ মুহূর্তে গৃহবধূটি রেললাইনের ওপরে শুয়ে পড়েন। তারপর ট্রেনে কাটা পড়ে মারা যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর