২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৮

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। 

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে চলতি মাসেই চারজনের মৃত্যু হয়। শিশু মিফতাহুল জান্নাত নগরের জামালখান এলাকার বাসিন্দা।

পার্কভিউ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম বলেন, গতকাল মঙ্গলবার এক শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। পরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।   

জানা যায়, এর আগে গত ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। চট্টগ্রামে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হন ৫৩৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫০৬ জন ও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন।  

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর