৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৫৪

ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮

অনলাইন ডেস্ক

ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮

চট্টগ্রামের ১৪ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৯১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মীরসরাইয়ে ৩ জন আক্রান্ত ও ৩ জন সুস্থ হয়েছেন। সীতাকুণ্ডে আক্রান্ত ৩ ও সুস্থ ৩ জন, সন্দ্বীপে আক্রান্ত ৪ ও সুস্থ ৩ জন, ফটিকছড়িতে আক্রান্ত ৬ ও সুস্থ ৩ জন, হাটহাজারীতে আক্রান্ত ২ ও সুস্থ ৪ জন, রাউজানে আক্রান্ত ৮ ও সুস্থ ৫ জন, রাঙ্গুনীয়ায় আক্রান্ত ৭ ও সুস্থ ৫ জন, বোয়ালখালীতে আক্রান্ত ৮ ও সুস্থ ১০ জন, আনোয়ারায় আক্রান্ত ৯ ও সুস্থ ১০ জন, পটিয়ায় আক্রান্ত ৯ ও সুস্থ ১৯ জন, বাঁশখালীতে আক্রান্ত ৯ ও সুস্থ ৯ জন, চন্দনাইশে আক্রান্ত ৫ ও সুস্থ ৬ জন, সাতকানিয়ায় আক্রান্ত ৬ ও সুস্থ ৪ জন এবং লোহাগাড়ায় ৯ জন আক্রান্ত ও সুস্থ হয়েছেন ৬ জন।

এসব উপজেলায় ২৮৪টি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। গত জানুয়ারি থেকে শুরু হওয়া ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত রোগীর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। আগস্টের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে নতুন রোগী শনাক্ত হচ্ছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর