১ অক্টোবর, ২০২২ ২১:৩০

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে এসিড নিক্ষেপের ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই আসামির নাম কামাল হোসেন ওরফে বালু কামাল। শুক্রবার রাতে চাঁদপুর এলাকার ফরিদগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর নগরীর ডবলুরিং থানা এলাকায় হাফেজ মোহাম্মদ জাকারিয়াকে এসিড নিক্ষেপ করে বালু কামাল। এ ঘটনায় জাকারিয়ার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। গত ২৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামি মো. কামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পর থেকে কামাল পলাতক ছিল। তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে র‌্যাব। 

গত শুক্রবার রাতে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লক্ষীপুর জেলার রায়গঞ্জ থানায় ১টি এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় ৬টি চুরি, ডাকাতি, নাশকতা এবং মাদক সংক্রান্ত মামলা এবং চট্টগ্রামের ডবলমুরিং থানায় ১টি এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলা রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর