দুর্গাপূজা চলাকালীন বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিন রবিবার বিকেলে নগরে জেএম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন উজ্জ্বল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত।
সিএমপি কমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের যেকোনো ধরনের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুুত। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিডি প্রতিদিন/এএম