জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব চট্টগ্রামেও পড়েছে। ফলে চট্টগ্রামেও বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুর থেকেই বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নানা সমস্যা-ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে।
চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ আবাসিক এলাকার বাসিন্দা সাহেদুল আলম বলেন, দুপুরের পর থেকে বিদ্যুৎ নেই। ফলে বাসায় পানির মোটর চালানো সম্ভব হয়নি। এ কারণে বাসার সবাইকে পানির সংকটে পড়তে হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বোর্ড (পিডিবি) চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো রেজাউল করিম বলেন, ঢাকায় জাতীয় গ্রিডে সরবরাহ লাইনে বিপর্যয় ঘটেছে। ফলে চট্টগ্রামেও অনেক স্থানে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। শিগগিরই এটি সমাধান হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এমআই