চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে।
চকবাজার থানা ওসি (তদন্ত) এস এম আব্দুল হালিম জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম জানান, উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত এক ছাত্রলীগ কর্মীর সাথে সিনিয়র আরেক কর্মীর কথা কাটাকাটি হলে ঝামেলা বাধে। দুই পক্ষের অন্যরা এসে বিবাদে জড়িয়ে পড়ে। পরে সিনিয়ররা গিয়ে বিষয়টি সমাধান করে দেন।
বিডি প্রতিদিন/এএম