চট্টগ্রামে ফের বাড়ছে সবজির দাম। কেজি প্রতি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে ১০-১৫ টাকা করে। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগীর দাম। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন কম হওয়ার কারণে দাম বাড়ছে সবজির। তবে কমেছে ব্রয়লার মুরগীর দাম।
নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০, ঢেড়শ ৮০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি গাঁজর ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ ও বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে সপ্তাহের ব্যবধানে মাছের বাজারেও বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা। প্রতিকেজি তেলাপিয়া ১৬০ থেকে ২৩০ টাকা, কাতলা ২৩০ থেকে ৩০০ টাকা, রুই ১৮০-২৬০ টাকা, কৈই ২৮০-৩০০ টাকা, শোল ৫৫০, গলদা চিংড়ি ৬শ টাকা করে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে ব্রয়লার মুরগী কেজি ছিল ২১০-২২০ টাকা করে। তবে এ সপ্তাহে তা কমে বিক্রি হচ্ছে কেজি ১৯০ টাকা। সোনালী মুরগী ৩৩০-৩৪০ টাকা, দেশি মুরগী ৪৫০ টাকা। গরুর মাংস ৯০০ টাকা, হাড়সহ ৭৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        