কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে কর্ণফুলী নদীর চরখিদিরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি আকরাম উল্লাহ বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশের শরীরে পড়া রয়েছে সাদা কাপড় ও গায়ের রঙ ফর্সা। মৃত্যু কারণ এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম