হালদা নদীতে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে তিন হাজার মিটার ঘেরা জাল, একটি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জালগুলো জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন গুমানমর্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আইডিএফ’র মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।
জানা যায়, অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দন ও ধলই ইউনিয়ন থেকে ৬টি ঘেরা জাল জব্দ করা হয়। এগুলোর দৈর্ঘ্য প্রায় তিন হাজার মিটার। এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদা নদীতে এখন মা মাছ ডিম ছাড়ার মৌসুম। তাই এই সময়ে মা মাছকে উপযুক্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখন জাল বসালে মা মাছ আটক হওয়ার সম্ভাবনা বেশি। তাই অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশনায় মনিটরিং কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএম