চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কামাল উদ্দীন (৩৭)। তিনি দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়ার আবদুল মালেকের ছেলে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর পুলিশ ফাঁড়ির এএসআই কিশোর মজুমদার বলেন, ১০ রুটের একটি বাস মোটরসাইকেল আরোহী কামাল উদ্দীন চাপা দেয়। এতে তিনি বাসের সাথে পিষ্ট হয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এএম