ঢাকার কদমতলী থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়।
তারা হলেন-মো. নাঈম এবং মো. হৃদয়। সোমবার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে তাদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত ৪ মে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে ঢাকার কদমতলী এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। ৯ মে ওই কিশোরীর অবস্থান নিশ্চিত হয়ে তার বাবা র্যাব-৭ এর কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই