চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. ফয়েজুল্লাহ ফয়েজ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ফয়েজ কক্সবাজারের উখিয়া থানার কতুপালং শরনার্থী শিবিরের ক্যাম্পের এফ মাঝির নুরুল আলম প্রকাশ আজিজুল হকের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আদালত মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. ফয়েজুল্লাহ ফয়েজকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাচঁ জনের সাক্ষী গ্রহণ করে আদালত এ রায় দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম