কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়নি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কারণে। সেদিন সামরিক শাসকদের রক্তচক্ষু, ভয় ভীতি উপেক্ষা করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের হত দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা দেশে ফিরে না এলে এদেশ আজ পাকিস্তানের মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেই সাহসের বাতিঘর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ এর নেতা কর্মীদের আত্ম মর্যাদার সাথে বাঁচার লড়াইয়ের শপথ নিতে হবে। রাজপথেই মোকাবিলার সাহস নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে বিদেশী প্রভুদের দোসর এদেশীয় দালালদের বিরুদ্ধে।
চট্টগ্রাম মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে চট্টগ্রাম মহানগর যুবলীগের এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর স্টেশন রোড, নিউমার্কেট, দারুল ফজল মার্কেট, আমতলা চত্বর প্রদক্ষিণ শেষ হয়।
মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, রঞ্জিত কুমার শীল, লোকমান হোসেন, রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন