চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়ার প্রিয়া ব্রিক ফিল্ডের পূর্বপাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে মো. ফারুক (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফারুক অটোরিকশা চালক ছিলেন। তিনি মীরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ গড়াইশ এলাকার সাহাবুদ্দীন মিস্ত্রির বাড়ির আবুল হাশেমের ছেলে।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ফারুকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলতে পারব কোনো রহস্য আছে কি না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ