চাচাকে খুনের ৩৪ বছর পলাতক থাকার পর ভাতিজাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম বশির আহমেদ। শুক্রবার রাতে রাঙামাটি জেলার সদরের মুসলিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বশির ওই খুনের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৮৯ সালে হাটহজারীর চারিয়া এলাকার চাচা মকবুল হোসেনকে খুন করেন বশির। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আসামীদের অনুপস্থিতিতে ১৯৯২ সালের ১৯ নভেম্বর এ হত্যার বিচার কার্য শেষ করেন আদালত। এতে বশিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
তিনি বলেন, ঘটনার পর থেকে ৩৪ বছর ধরে রাঙামাটিতে আত্মগোপন করে বশির। গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয় র্যাব। শুক্রবার রাঙামাটির মুসলিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ