চট্টগ্রামে কলাপাতা কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন- রেজাউল করিম, তার স্ত্রী নাসিমা আকতার এবং ছকিনা খাতুন। শনিবার রাতে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গত ১৭ মে আনোয়ারা উপজেলায় কলা পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই ও তার পরিবারের হামলায় নিহত হন ফাতেমা বেগম। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকা থেকে এ ঘটনার অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন