চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৯ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই আসামির নাম রাশেদা বেগম। সোমবার নগরীর বায়েজীদ বোস্তামীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, উঠতি বয়সী মেয়েদের চাকুরীর প্রলোভন দেখীয় যৌন কাজে বাধ্য করার অভিযোগে ২০০৪ সালে রাশেদার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকে রাশেদা পলাতক ছিলেন। এরই মধ্যে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। সোমবার অভিযান চালিয়ে শান্তিনগর এলাকা থেকে রাশেদাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ