চট্টগ্রাম নগরীর টাইগারপাস পুলিশ বক্স থেকে লাইটার চুরির অভিযোগে বাবু (১০) নামের এক শিশুকে পিটিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল মো. শওকত। রবিবার (১১ জুন) সকাল ১১টার দিকে টাইগারপাস পুলিশ বক্সে শিশুটিকে মারধরের ঘটনা ঘটে।
মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। এরমধ্যে দুপুরের পর কনস্টেবল শওকতকে সাময়িক বরখাস্ত করে সিএমপি’র একজন সহকারী কমিশনারকে প্রধান করে বিষয়টি তদন্তের জন্য কমিটি করেছে ট্রাফিক বিভাগ।
জানা গেছে, ট্রাফিক বক্সের পাশের একটি দোকানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে ওই শিশু। সে পাশের রেলওয়ে কলোনিতে মায়ের সাথে থাকে। সকালে বাবুর কর্মস্থলে গিয়ে কনস্টেবল শওকত তাকে একের পর এক থাপ্পড় দিতে থাকে। এসময় শওকতের মুখে ছিলো জলন্ত সিগারেট। শিশুটির কান্না দেখে স্থানীয়রা থামতে বললেও শুনেননি শওকত। এ সময় শিশুটি কোনো লাইটার চুরি করেনি বলে দাবি করে।
যদিও শওকতের দাবি, শিশুটির চুরির অভ্যাস আছে। আগেও ট্রাফিক বক্স থেকে মোবাইল, চার্জারসহ অনেক কিছু চুরি করেছে। তার মাকেও অনেকবার এই বিষয়ে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল