চট্টগ্রামে একই দিনে সীতাকুণ্ড ও রাউজান উপজেলা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একজনের মরদেহ মিলেছে পুকুরে, অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে খাল থেকে। সোমবার পৃথক সময়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ডের উপজেলার বাড়বকুণ্ড নতুনপাড়া এলাকার একটি পুকুর থেকে স্থানীয় মো. আরিফের স্ত্রী সেলিনা আকতার (২৪) এর মরদেহ করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার এসআই মো. মজিদ পরিবারের বরাত দিয়ে জানান, গৃহবধূ সেলিনা রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যান। সকালে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখা গেছে। ওই নারীর এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
অপরদিকে নিখোঁচের ১২ ঘণ্টা পর রাউজান উপজেলার পাহাড়তলীর বদুপাড়া হৃদ সংলগ্ন থেকে খাল থেকে ফাতেমা আকতার (২৯) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, নিখোঁজের পর এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল