চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জ বনবিভাগের উদ্যোগে ৩ লাখ ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে সুফল বনায়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এ সময় তিনি বলেন, ‘পরিবেশ ও প্রকৃতিকে বাসযোগ্য করতে গাছের চারা রোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো উচিত।’
এ সময় চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, মিরসরাই উপজেলা যুবলীগের সহসভাপতি রাসেল ইকবাল চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী, স্টেশন অফিসার শিবু দাশ, যুবলীগ নেতা মোহাম্মদ জাবেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই