সম্মেলনের এক বছর পার হওয়ার পর মো. মাহবুবুল হক সুমন চৌধুরীকে সভাপতি ও মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবলীগের ৪০ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। মঙ্গলবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিলিলের যৌথ স্বাক্ষরে তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
১৩১ সদস্য বিশিষ্ট কমিটির শূন্য পদসমূহ পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ায় নির্দেশ দিয়েছে কেন্দ্র।
কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন- সহসভাপতি পদে নুরুল আনোয়ার চৌধুরী, বেলায়েত হোসেন বেলাল, এড. আরশাদ আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দীন আহমেদ, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়–য়া লাবু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, ওয়াসিম উদ্দীন চৌধুরী, শাখাওয়াত হোসেন সাকু, নুরুল আলম মিয়া। যুগ্ম সম্পাদক পদে দিদারুল আলম দিদার, মো. সালাউদ্দীন, ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাইফুদ্দীন আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে সনত বড়ুয়া, দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দীন তালুকদার, ইঞ্জি. আবু মহিউদ্দীন, এজেএম মহিউদ্দীন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল।
বিডি প্রতিদিন/এএম