চট্টগ্রামে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া দুই আসামীর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামী হলেন, শাহিদ সোহেল ও শিমুল শর্মা। এর মধ্যে আসামী শিমুল শর্মা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও শাহিদ সোহেল জামিনে গিয়ে পলাতক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি এডভোকেট ভূপাল চন্দ্র পাল।
জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সীতাকুণ্ডের ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আাদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফিলিং স্টেশনের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স থেকে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭ এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শহীদুল আলম বাদী হয়ে সীতাকুন্ড থাকায় একটি মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষীগ্রহণ আইনী প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
বিডি প্রতিদিন/এএম