চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, রেড ক্রিসেন্ট আত্মমানবতার সংগঠন। এটির সঙ্গে জড়িত সকলেই মানবিক গুণাবলী অর্জন করেছেন। তাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত আছে।
বুধবার দুপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও যুব রেড ক্রিসেন্টের সহযোগিতা এবং ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এবং উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি জিপি কৌসুলি মোহাম্মদ নজমুল আহসান খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। অতিথি ছিলেন জেলা ও সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান ও আবদুল জব্বার।
জেলা রেড ক্রিসেন্টর কার্যকরী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. রোজী দত্ত, হাসাপাতালের ইনচার্জ মো. সেলিম আহমেদ, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মিনহাজ উদ্দিন তাহের, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, রক্তদান কেন্দ্রের প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম