চট্টগ্রামে ভাঙচুরের ঘটনায় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি’র অতিরিক্ত কশিনার (অপরাধ ও অভিযান) আ স ম মাহতাব উদ্দিন।
তিনি বলেন, কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় বিভিন্ন দেয়ালের বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড, ম্যুরাল ভাঙচুর করার ঘটনায় কোতোয়ালী থানায় ৭৮ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শুরু হয়েছে।
এছাড়া চট্টগ্রাম কলেজ গেইট এলাকায় নাশকতার ঘটনায় ৬০ জনের নাম উল্লেখসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ দুই ঘটনায় নগরের কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া, চাঁন্দগাও ও মহানগর গোয়েন্দা বিভাগ বুধবার রাতে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/এএম