চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে নয় কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী একটি বাস থেকে কর্ণফুলী থানা পুলিশ এসব স্বর্ণ উদ্ধার করে। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল।
গ্রেফতারকৃত চারজন হলেন অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে।
এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ। তিনি বলেন, বাসটি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছলে চেক পোস্টে তল্লাশি করা হয়। এ সময় বাসে স্বর্ণগুলো পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। স্বর্ণগুলো গলিয়ে কাঠির আকৃতি করে তারা ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেফতারকৃতরা জানান কক্সবাজার থেকে স্বর্ণবারগুলো আনা হচ্ছিল। গন্তব্য ছিল নগরীর হাজারী গলি। এর বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি গ্রেফতারকৃতরা। তাই স্বর্ণগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ স্বর্ণ চালানের নেপথ্য হোতাদের চিহ্নিত করে গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/শফিক