চট্টগ্রামের লোহাগাড়া থানার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আয়ুব আলী (৭০) আমিরাবাদ আমির খান চৌধুরী পাড়ার মৃত এয়াকুব মিয়ার ছেলে।
শুক্রবার রাত দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলীকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার (১৭ জুন) আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন