কক্সবাজারের টেকনাফ থানাধীন মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৭১টি বিয়ার ক্যান ও ১২টি বিদেশি মদের বোতলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত মাদক কারবারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে তারেক জিয়া (১৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার র্যাব-১৫, কক্সবাজার এর অভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বিয়ার ও বিদেশি মদসহ অবস্থান করছে বলে গোপন খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস অভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তারেক জিয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তি এবং তার হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সর্বমোট ৭১টি (একাত্তর) বিয়ার ক্যান জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থা অবলম্বন করে বিয়ার ক্যানসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করতেন। পরবর্তীতে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য উক্ত মাদক টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিয়ার ক্যান ও বিদেশি মদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল