চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম টিপু দাশ ওরফে নিপুণ। বৃহস্পতিবার রাতে নগরীর পৃথক দুটি এলাকায় টানা অভিযান পরিচালনা করে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ নিপুনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রিজঘাট এলাকার অভিযান চালিয়ে আরও ১৪ বোতল বিদেশি মদ এবং ৪৭ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চোরাচালান এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল