চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মহানগর এবং উপজেলাগুলোতে ত্রাণ পৌছে দেওয়া হয়। নগর ও জেলায় মোট ৫৭০ মেট্রিক টন চাল, ১৮ লাখ ২৫ হাজার নগদ টাকা, ২৯৫০ প্যাকেট শুকনা খাবার, ৩৩০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৩৫০০ পিস ওরস্যালাইন, ৬৫০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সরকারের পক্ষে এসব ত্রাণ হস্তান্তর করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, সরকার বন্যা দুর্গত এালাকার মানুষের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে এগুলো বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা, কেউ যাতে অভুক্ত না থাকে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৫০ মেট্রিক টন চাল ও ৪৫০ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়।
সাতকানিয়ায় ৬৫ মে. টন চাল, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা, ১০০০ প্যাকেট শুকনা খাবার। লোহাগাড়া উপজেলায় ৫০ মে. টন চাল, ৩ লাখ টাকা, ১০০০ প্যাকেট শুকনা খাবার। চন্দনাইশে ৫০ মে. টন চাল, ২ লাখ ৫০ হাজার টাকা, ৫০০ প্যাকেট শুকনা খাবার, ৩০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৫০০ পিস ওরস্যালাইন, ৫০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বাঁশখালীতে ৩৫ মে. টন চাল, ১ লাখ নগদ টাকা, ৫০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৫০০ পিস ওরস্যালাইন, ১০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। পটিয়া উপজেলায় ৪৫ মে. টন চাল, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ৩০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৩০০ পিস ওরস্যালাইন, ৫০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। হাটহাজারীতে ২৫ মে. টন চাল, ৫০ হাজার টাকা। রাউজানে ৩৫ মে. টন চাল, ১ লাখ ২৫ হাজার টাকা। রাঙ্গুনিয়ায় ৩৫ মে. টন চাল, ১ লাখ ২৫ হাজার টাকা। আনোয়ারায় ২৫ মে. টন চাল, ৫০ হাজার টাকা, ৫০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৫০০ পিস ওরস্যালাইন, ১০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কর্ণফুলীতে ২০ মে. টন চাল, ৫০ হাজার টাকা, ২০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ২০০ পিস ওরস্যালাইন, ৫০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বোয়ালখালীতে ৩০ মে. টন চাল, ১ লাখ টাকা। ফটিকছড়ি উপজেলায় ৩০ মে. টন চাল ও ৫০ টাকা। মিরসরাই ২ মে. টন চাল, ৫০ হাজার টাকা, ৫০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৫০০ পিস ওরস্যালাইন, ১০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সীতাকুন্ডে ২৫ মে. টন চাল, ৫০ হাজার টাকা, ৫০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৫০০ পিস ওরস্যালাইন, ১০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সন্দ্বীপে ২৫ মে. টন চাল, ৫০ হাজার টাকা, ৫০০ প্যাকেট টোস্ট বিস্কুট, ৫০০ পিস ওরস্যালাইন, ১০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
বিডি প্রতিদিন/হিমেল