বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৪২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পটিয়ার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক, সাতকানিয়ার মোহাম্মদ ফিরোজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কর্ণফুলীর কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আরেফিন রিয়াদ, আসাদুজ্জামান সাজ্জাদ, আবদুস সবুর, শেখ মোহাম্মদ হোসেন নয়ন, রাশেদ উদ্দীন, নাঈমুল আলম নাঈম, অলিউল হোসেন রুবেল, শোয়াইবুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, ফরহাদুল ইসলাম, রাশেদুল কবির, মোহাম্মদ মহিউদ্দীন ও নুর শাহেদ খান রিপন। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে ২৪ জনকে।
সর্বশেষ ২০১৮ সালের ১ আগস্ট শহীদুল আলমকে সভাপতি ও মোহাম্মদ মহসিনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের দক্ষিণ জেলার আংশিক কমিটি অনুমোদন দিয়েছিলেন ছাত্রদলের তৎকালীন সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এ কমিটি ২০২০ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।
বিডি প্রতিদিন/হিমেল