চট্টগ্রামে পৃথক দুই ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারমধ্যে আরিফুল ইসলাম (১৭) নামে একজন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে মৃত্যু বরণ করেছেন। আরিফ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার হামিদুর ইসলামের ছেলে। শনিবার ভাটিয়ারী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের মরদেহ সুরতহাল শেষে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়ায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শুভানন্দ (১৭) নামে এক বৌদ্ধ শ্রমণের মৃত্যু হয়। শনিবার দুপুরে ধর্মদূত বিহারে এ ঘটনা ঘটেছে। শুভানন্দ কক্সবাজারের উখিয়া উপজেলার শৈলের ডেবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রনজিত বড়ুয়ার ছেলে। সে ওই বৌদ্ধ বিহারে ভিক্ষু বা সন্যাসী হওয়ার দীক্ষা নিত।
বিহারাধ্যক্ষ রত্নজিত ভিক্ষু বলেন, গত তিনদিন ধরে ধর্মদূত বিহারে অবস্থান করছে শ্রমণ শুভানন্দ। সে সাঁতার জানতো না। এলাকার বাচ্চাদের পুকুরে ফুটবল ধরে সাঁতার কাটতে দেখে শুভানন্দ সাঁতার শিখতে চেয়ে ছিল।
বিডি প্রতিদিন/এএম