নিজামপুর সরকারি কলেজ প্রাক্তণ ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৩ সফল করার লক্ষ্যে পুনর্মিলনী পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামে একটি বেসরকারি সংস্থার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রচার ও প্রকাশনা কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে বিভিন্ন করণীয় ঠিক করা হয়।
সভায় নিজামপুর কলেজের অধ্যক্ষ ও পুনর্মিলনী পরিষদের সদস্য সচিব মেজর মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী কাজী আফাজ উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম, মো. ফখরুদ্দিন চৌধুরী, এ এইচ এম জিলানী চৌধুরী, দীপক নাথ, অধ্যাপক ডা. জিয়াউল আনসার চৌধুরী, আজিজ আহমেদ চৌধুরী, মো. তাজুল ইসলাম (১৯৮৪), মো. আমজাদ হোসেন, রনজিত কুমার নাথ, শফিউল আলম চৌধুরী, ড. মোহাম্মদ ওমর ফারুক, ইউসুফ সোহেল, শাহাদাত হোসেন চৌধুরী, আজহার মাহমুদ, মো. তাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল