চট্টগ্রাম নগরের বায়েজিদ লিং রোডের পার্শ্ববর্তী উত্তর পাহাড়তলী এলাকায় পাহাড় কেটে সড়ক নির্মাণের দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মামুন আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সকালে জেলা প্রশাসক বায়েজিদ লিংক রোড দিয়ে যাতায়াতের সময় পাহাড় কেটে সড়ক নির্মাণের বিষয়টি দেখেন। এরপর তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে বায়োজিদ লিংক রোড সংলগ্ন এলাকার পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্তরা পালিয়ে যায়। তিনি বলেন, আমরা সরেজমিনে দেখি, লিংকরোডের পার্শ্বে প্রায় ৯০ ডিগ্রি খাড়াভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর আগে পরিবেশ অধিদপ্তর হতে দুইদফা সরেজমিনে পরিদর্শন করে গেলেও পাহাড় কাটার বিরুদ্ধে কোনো মামলা করেনি। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, লিংক রোডের পার্শ্বে দৃশ্যমান জায়গায় পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে একটি চক্র। আমি দেখে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছি। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় নয়। পাহাড় কাটার বিরদ্ধে আমরা জিরো টলারেন্স। ইতোমধ্যেই যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম