চট্টগ্রামে পৃথক অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ৯৪ বোতল বিদেশী মতসহ কফিল উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৭ সহকারি পরিচালক তাপস কর্মকতার বলেন, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ফৌদজারহাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ইকবাল হোসেন এবং ইমরান হোসেন। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম