চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার সীতাকুণ্ড এবং লোহাগাড়া থানায় পৃথক এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, রবিবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মিজানুর রহমান। একই সময় সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ পাকসা চাকমা এবং লাচিং চাকমা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৩শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. সজিব, জীবন শেখ এবং মো বাহাদুর। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম