চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাশ মুন্সিরহাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার পটিয়া আনোয়ারা বাঁশখালী-পিএবি সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাইমন (৩২) কালীপুর ইউনিয়নের বাঘগোনা এলাকার আবদুল শুক্কুরের সন্তান।
বাঁশখালী থানার এসআই শহিদুল ইসলাম জানান, পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম