চট্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা দাদি-নাতিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। গ্রেফতারকৃতরা হলেন-রোহিঙ্গা নাগরিক আশীষ কুমার শীল ও তার দাদি বিপুলা শীল।
রবিবার রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের ব্লক-ইস্ট-০১ এর বাসিন্দা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ দাদি ও নাতিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই