চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর এক আলোচনায় সিটি মেয়র রেজাউল করিম বলেন, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলেও যড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। জাতির পিতার লড়াই ছিল দেশ স্বাধীন করার লড়াই।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমেদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।
১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক এ কে এম আক্তার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ আদনানুল ইসলাম, পরিচালক মাহবুবুল হক, মো. রেজাউল করিম আজাদ ও মোহাম্মদ মনির উদ্দিন, চেম্বারের সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক অংশ নেন।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে চা বোর্ড প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। জাতির পিতার জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজিত শোক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, ওসি দুলাল মাহমুদ।
এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।
দিবসটি উপলক্ষে ব্যাটালিয়ন-৮বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় চন্দনাইশ উপজেলার স্থানীয় গরিব ও দুস্থ ৫০০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ব্যাটালিয়ন (৮ বিজিবি) চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, পিবিজিএম উপস্থিত ছিলেন। এছাড়াও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।
বিডি প্রতিদিন/এমআই