দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরপূর্তি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার (অস্থায়ী) চত্বরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আবদুল মালেক খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মুক্তিযুদ্ধের প্রজন্মের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, মাহি আল জিসা, ইলিয়াছ হায়দার, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন প্রমুখ।
সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রতা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জন্য নয় ; এসব ভ্রান্ত মতবাদ ও ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ হবেই। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় এই অপশক্তি রুখবেই। সিরিজ বোমা ও জঙ্গি হামলার সে ভয়াল দিনগুলো আর কোনোদিন ফিরে আসুক তা দেশপ্রেমিক জনগণ চায় না। বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় প্রগতির পথে ধাবিত হোক বাংলাদেশ সে প্রত্যাশা করেন।
এছাড়াও একই দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ। নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুজিত দাশের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার হোসেন মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাহউদ্দিন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল