চট্টগ্রামের বাঁশখালী থানার প্রেম বাজার থেকে ৯ হাজার ইয়াবাসহ নুরুল আলম (৫৫) ও মো. আইয়ুব (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে স্থানীয় জান্নাত এগ্রো ফার্মের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৯ হাজার ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই