চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে সাত মাস বয়সী এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামিম মাহমুদ বাপ্পিকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাপ্পির বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া থানায়। সে আসমা বেগম নামের এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে অপহৃত শিশুটির পরিবারের সাথে সাবলেট নেয়। মাসখানেক পর বাপ্পি ও আসমা সহযোগীদের নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরবর্তীতে ফোন করে শিশুটির পিতার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। শিশুটির পরিবার নিরূপায় হয়ে তাকে বিকাশে ৫ হাজার টাকা পাঠায়। এরমধ্যে শিশুটির পিতা পতেঙ্গা থানা পুলিশকে জানালে তারা কর্ণেল হাট এলাকা থেকে মূল অপহরণকারী বাপ্পিকে গ্রেফতার করে।
পরে বাপ্পির দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সাথে সম্পৃক্ত আলাউদ্দিন ও আসমাকে গ্রেফতার করে পুলিশ। এসময় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। পরে ওই শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। জেলে যাওয়ার ছয় মাস পর বাপ্পি জেল থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এরমধ্যে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বাপ্পিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তাকে খুঁজছিলো আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/হিমেল