চাঁদাবাজির প্রতিবাদ করায় আবুল হাসনাত বাবু নামে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে নগরীর আকবার শাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার হাসনাত বাবু বলেন, স্থানীয় সন্ত্রাসী টিটু বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তিনি এ চাঁদাবাজির প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে পায়ে, মাথায়, সারা শরীরে কুপিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে বাবু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আকবর শাহ থানার ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল