চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ফোন করে টাকা চাওয়া হয়েছে। গতকাল রবিবার বিভিন্ন সময়ে বিভিন্ন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, এর আগে ক্লোন করা নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারির কাছ থেকেও টাকা চাওয়া হয়। পরে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন ধরেনি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকের সরকারি নম্বরটি ক্লোন করে মোবাইল নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে মর্মে প্রাথমিকভাবে নিশ্চিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমার নম্বর থেকে কেউ ফোন করলে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, পুলিশ সুপারের নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর ক্লোন করায় এটি কোনো দুরভিসন্ধি বা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল