চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার বার্মা কলোনী থেকে রুজিনা নামে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দুলাল (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার দুলাল নেত্রকোনার কলমাকান্দা থানার নয়া চৈতাপাড়ার মো. ছলিমুদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ২০০০ সালের ৮ ডিসেম্বর নগরের উত্তর বার্মা কলোনী এলাকার শিশু রুজিনাকে প্রতিবেশী জসিম উদ্দিন প্রকাশ ইকবাল তার ঘরে আটকে রাখে। পরবর্তীতে শিশু রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তায় ঢুকিয়ে আলমিরাতে লুকিয়ে রাখে। এ ঘটনায় রুজিনার মায়ের মামলায় পলাতক আসামি দুলাল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১ এর একটি যৌথ টিম অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আসামি দুলালকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম