১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৮

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম রিদুয়ানুল হক। সোমবার কক্সবাজার জেলার চকোরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গত ১৩ মার্চ নগরীর মেহেদীবাগের একটি মাদ্রাসা থেকে শাবিব শাইয়ান নামে ১১ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার অন্যতম অভিযুক্ত রিদুয়ানুল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মেহেদীবাগের একটি মাদ্রাসার টয়লেট থেকে শাইয়ানের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে ওই শিশু আত্মহত্যা করেছে। কিন্তু লাশের ময়নাতদন্তে যৌন নিপীড়ন ও শরীরের আঘাতের আলামত পাওয়া যায়। এ ঘটনায় শাইয়ানের বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পর দুই জন গ্রেফতার হলেও দীর্ঘদিন পলাতক ছিলেন প্রধান আসামি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর