২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২০

শাহ আমানতে রাইস কুকারে ফের মিলল প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক

শাহ আমানতে রাইস কুকারে ফের মিলল প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ

শাহ আমানতে রাইস কুকারে আবারও মিলল প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ। সংগৃহীত ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে থাকা রাইস কুকার থেকে ১ কেজি ৮৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের এই স্বর্ণ আজ শনিবার জব্দ করা হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ। তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের মালিক পাওয়া যায়নি। শুক্রবার লাগেজটি ওমান এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছে। পরিত্যক্ত লাগেজটি কেউ দাবি করে কি না, সেজন্য আজ শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়। এরপর আজ এগুলো জব্দ দেখিয়ে ডিএমের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার মোহাম্মদ আলী নামে এক যাত্রীর কাছ থেকে রাইস কুকারে লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়ে। মোহাম্মদ আলী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডি এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তিনি শুক্রবার সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর