চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নয় বছর আগে স্ত্রীকে হত্যা করে প্লাস্টিকের ড্রামে মরদেহ গুম করার মামলায় স্বামী আবুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। স্ত্রীকে হত্যা করে ৯ বছর ধরে পলাতক ছিলেন তিনি।
রবিবার ফেনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন লিটন ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকার মৃত হাফেজ আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, হত্যা মামলার দায়েরের পর থেকে প্রায় ৯ বছর স্বামী আবুল হোসেন পলাতক ছিলেন। আসামি আবুল হোসেন লিটন গ্রেফতার এড়ানোর জন্য ছদ্মনাম নিয়ে ফেনীর সোনাগাজী থানার রাঘবপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, লিটনের দ্বিতীয় স্ত্রীকে ঝগড়াঝাটির এক পর্যায়ে হত্যা করে পানি রাখার প্লাস্টিকের ড্রামের ভেতরে গুম করে রেখেছিল যেন কেউ জানতে না পারে। হত্যার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম