চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বায়োজিদ লিংক রোডে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে ফৌজদারহাট অংশের সুপারি বাগান এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত চালকের নাম মো. সোহেল। তাঁর বাড়ি সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকায়।
আকবর শাহ থানার এসআই শাহেদ আলম জানান, ‘নিহত সোহেল বায়েজিদ লিংক রোড হয়ে প্রাইভেট কার চালিয়ে সিটি গেইটের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর ওঠে উল্টে যায়। এতে সোহেল মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম