চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে একজন ১৫ বছরের কিশোরী অপরজন ৬০ বছরের বৃদ্ধা। বৃহস্পতিবার পৃথক দুই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ ডাকঘর এলাকায় রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় স্থানীয় শাহ সূফী মাওলানা নুর আহমদ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী তানজিনা আক্তার (১৫) নিহত হয়েছেন। সে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর মেয়ে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় ওই মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। লরি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে দুইদিন ধরে নিখোঁজ থাকার পর ধানক্ষেত থেকে শামসুন্নাহার (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় কাজির তালুক গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী। সকালে এলাকার কৃষকরা ধানক্ষেতে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান থানা পুলিশকে জানালে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ওই বৃদ্ধা দুইদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে মাইকিংও করা হয়। ধানক্ষেতে পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম